Tuesday, August 5, 2025

কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় জামায়াতের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আরও পড়ুন

জামায়াতে ইসলামী আংশিক সমর্থন জানিয়ে ‘বহুত্ববাদ’ এর পরিবর্তে বাংলা বিকল্প ‘বহুসংস্কৃতিবাদ’ ব্যবহারের পক্ষে মত দিয়েছে মর্মে যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফ-এর এক রিপোর্টের বরাত দিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে যে অসত্য তথ্য প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের ২৬ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের ‘ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ (ইউএসসিআইআরএফ) নামের ফেডারেল সংস্থার বরাত দিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে ‘বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামী আংশিক সমর্থন জানিয়ে ‘বহুত্ববাদ’ এর পরিবর্তে বাংলা বিকল্প ‘বহুসংস্কৃতিবাদ’ ব্যবহারের পক্ষে মত দিয়েছে মর্মে যে তথ্য প্রচার করেছে, তা সঠিক নয়। আমরা এই অসত্য তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা না থাকলে দেশ মহাসংকটে পড়বে: মঞ্জু

বিবৃতিতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফ-এর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক সীমা হাসান রচিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপারে যা উল্লেখ করা হয়েছে, তা একেবারেই অসত্য। এর সাথে সত্যের লেশমাত্রও নেই।

বিবৃতিতে তিনি বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পুনঃসংযোজনের দাবি জানিয়েছি, যা গত ২৬ জুন বহুল প্রচারিত জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা না থাকলে দেশ মহাসংকটে পড়বে: মঞ্জু

তিনি আরও বলেন, গত ২৫ জুন ২০২৫ (বুধবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনার মধ্যাহ্নভাগে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ দাবি জানিয়েছেন। ডা. তাহের আরও বলেছেন যে, ‘সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই জামায়াতে ইসলামীর এই প্রস্তাবের সঙ্গে একমত।’

আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অসত্য রিপোর্ট প্রচার করা থেকে বিরত থাকার জন্য যুক্তরাষ্ট্রের ইউএসসিআইআরএফ-এর দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক সীমা হাসানসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানিয়ে আশা প্রকাশ করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাযথভাবে প্রচার করে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ