Monday, August 4, 2025

এক-তৃতীয়াংশ আসন প্রেসিডেন্টের হাতে রেখে নির্বাচন দিচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার

আরও পড়ুন

সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী প্রক্রিয়া তত্ত্বাবধায়নকারী সংস্থার প্রধান। এটি হবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন কর্তৃপক্ষের অধীনে প্রথম নির্বাচন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল রোববার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা-কে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়ার নির্বাচনী প্রক্রিয়া তত্ত্বাবধায়নকারী সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমদ জানান, নির্বাচন আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

নতুন প্রশাসনের অধীনে প্রথমবারের মতো এই ভোটে ২১০টি আসনের এক-তৃতীয়াংশ অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরাসরি মনোনয়ন দেবেন, আর বাকি আসনগুলোতে ভোট হবে।

আরও পড়ুনঃ  আরেক টিকটকারের ‘রহস্যজনক’ মৃত্যু

নির্বাচনী কমিটির সদস্য হাসান আল-দাঘিম সম্প্রতি এরেম নিউজ-কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি করে ইলেক্টোরাল কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনের জন্য ভোট দেবেন।

এর আগে গত মার্চে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী সংবিধানে বলা হয়েছে, একটি ‘জনগণের কমিটি’ গঠন করা হবে যা স্থায়ী সংবিধান ও পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত সংসদের দায়িত্ব পালন করবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে বহু বছর লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  শেখহাসিনার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ ভারতীয় গণমাধ্যমের

নির্বাচনের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন সিরিয়ার ভেতরে নতুন প্রশাসন নিয়ে বিভক্তি এবং উত্তেজনা বাড়ছে। চলতি মাসের শুরুতে দক্ষিণাঞ্চলীয় সুয়াইদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ নিহত হন।

দুই সপ্তাহ আগে শুরু হওয়া ওই সংঘর্ষের সূত্রপাত হয় সশস্ত্র বেদুইন গোত্র ও দ্রুজ সম্প্রদায়ভুক্ত যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি অপহরণকে কেন্দ্র করে।

সরকারি বাহিনী ‘সহিংসতা থামানোর’ কথা বলে সেখানে হস্তক্ষেপ করে, তবে বাস্তবে তারা বেদুইন গোত্রের পক্ষেই অবস্থান নেয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ  নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু সরকারি সেনা দ্রুজ সম্প্রদায়ের বেসামরিক নাগরিকদের হত্যা করে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে লুটপাট চালায়।

এ ঘটনার প্রেক্ষিতে ইসরায়েল হস্তক্ষেপ করে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সরকারি বাহিনীর ওপর বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি, তারা দেশটির দ্রুজ সংখ্যালঘুদের রক্ষায় এই পদক্ষেপ নিয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ