যে প্রথা মেনে দুই ভাইকে বিয়ে করেন ভারতীয় সেই তরুণী
ভারতের হিমাচল প্রদেশের সিরমৌর জেলার একটি বিয়ে নিয়ে একদিকে যেমন ব্যাপক আলোচনা হচ্ছে, তেমনই বিতর্কও দেখা গেছে। সিরমৌরের শিলাই গ্রামের দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগিকে একইসঙ্গে বিয়ে করেছেন সুনিতা চৌহান নামের এক তরুণী।
তফসিলি জনজাতি হিসেবে নথিভুক্ত হাটি সম্প্রদায়ের পুরোনো বহুপতিত্ব প্রথা মেনেই এই বিয়ে করেছেন তারা। স্থানীয় ভাষায় একে জোড়িদারা বা জাজড়া বলা হয়। সিরমৌরের ট্রান্স-গিরি এলাকায় আয়োজিত বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন শত শত গ্রামবাসী। বিয়েতে ঐতিহ্যবাহী লোকগান, নাচ আর ব্যঞ্জনের সমারোহ ছিল।
হাটি সম্প্রদায়ের পুরোনো প্রথা মেনে বিয়ে হলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে এই রীতি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বিবিসি ওই তিনজনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনও মন্তব্য করতে চাননি।
পাত্র-পাত্রীরা অবশ্য বলেছেন, তাদের সম্মতিতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।